Main বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ (Bangla Vashar Uponibeshayon o Rabindranath)

বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ (Bangla Vashar Uponibeshayon o Rabindranath)

,
5.0 / 5.0
0 comments
"এই পুস্তক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পিএইচ ডি ডিগ্রির জন্য উপস্থাপিত থিসিসের মুদ্রিত রূপ। প্রকাশকালে মূল রচনা প্রায় অপরিবর্তিত রয়ে গেছে। বড় বদলটা হয়েছে শিরোনামের।...আমার লক্ষ্য ছিল, উপনিবেশ আমলে উপনিবেশায়ন-প্রক্রিয়ার প্রত্যক্ষতায় বাংলা ভাষা যেভাবে গঠিত ও রূপায়িত হয়েছে তার সার্বিক পরিচয় দেয়া; অন্যদিকে বি-উপনিবেশায়ন-প্রক্রিয়ার কার্যকর নমুনা হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা-বিষয়ক রচনাবলির পাঠ। বিশেষভাবে আমি বাংলা ভাষারই উপনিবেশায়ন-প্রক্রিয়া চিহ্নিত করতে চেয়েছি, এবং এর বিপরীত প্রক্রিয়া হিসাবে রবীন্দ্রনাথের সংশ্লিষ্ট রচনাদি পাঠ করেছি।কিন্তু আমার গোপন বাসনা ছিল বাংলাদেশের বিশেষ বাস্তবতায় উপনিবেশায়ন ও বি-উপনিবেশায়ন-প্রক্রিয়া পাঠের একটা ব্যবহারিক কাঠামো গড়ে তোলা, যা অন্য নানান ক্ষেত্রে সমরূপ পাঠের রসদ জোগাবে।..." "...ঔপনিবেশিক শাসনের যথার্থ 'অপর' হওয়া সত্ত্বেও ঢাকায় উপনিবেশিত অতীতের পর্যালোচনামূলক সন্দর্ভ রচিত হয়নি বললেই চলে। তুলনায়, কলকাতা নিজেদের বর্তমানকে সজীব রাখার স্বার্থেই উপনিবেশিত অতীতে কার্যকর খোঁড়াখুঁড়ি করেছে। তাঁদের কাজ আমাদের জন্যও উপকারী; কিন্তু স্বভাবতই তাঁরা কাজ করেন ভারত রাষ্ট্রের সীমানায়। আমার বাসনা, বাংলাদেশের বাস্তবতায় এ ধরনের কাজ হোক। আমার কাজের ক্ষেত্র হিসাবে আমি বেছে নিয়েছি বাংলা ভাষার 'আধুনিক' জমানার ইতিহাস। ভাষার মোড়কে আমি চলতি ইতিহাসকেই দেখতে চেয়েছি। ভাষা-বর্ণনায় কাজটি করে ওঠা অপেক্ষাকৃত লাভজনক; কারণ, ভাষা একদিকে বিষয়, অন্যদিকে যাবতীয় বিষয়ের আধার। ভাষাকে এখানে কতগুলো আরোপিত বা অন্তর্নিহিত বিধির সমষ্টি হিসাবে দেখা হয়নি। বরং জনগোষ্ঠীর সামষ্টিক জীবনযাপনের চিহ্নগুলো যেভাবে জায়মান থাকে, যেভাবে বিচিত্র মত- পথ আর ক্ষমতা-সম্পর্কের অসম লড়াই রক্তের দাগ রেখে যায়, আমি ভাষায় যথাসম্ভব তাকেই অনুসরণ করতে চেয়েছি। ঔপনিবেশিক জ্ঞানতত্ত্বের নিরিখে এভাবে ইতিহাস পাঠের ক্ষেত্রে আমি অনুপ্রাণিত হয়েছি দেবেশ রায় এবং ফরহাদ মজহারের কাজ থেকে। দেবেশ রায় বাংলা সাংবাদিক গদ্যে উপনিবেশায়নের গোপন ভাঁজগুলো প্রকাশ্যে এনে আমাকে আশ্বস্ত করেছেন; আর রবীন্দ্রনাথ ঠাকুরের সংশ্লিষ্ট বই দুটিকে ইতিহাসের 'প্রগতি' হিসাবে পড়ার ইশারা পেয়েছিলাম ফরহাদ মজহারের নির্মেদ কিন্তু ভারি বইটি থেকে। বহিরঙ্গে ভাষার আলোচনা হলেও অন্তরঙ্গে-আমার আবদার-বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ বইটি ইতিহাসেরই প্রস্তাব। সেই ইতিহাসবোধের গড়নে বিভিন্ন পর্যায়ে আমি আরো অনুপ্রাণিত হয়েছি ওয়াল্টার বেঞ্জামিন, ডি ডি কোশাম্বি, ই এইচ কার, মিশেল ফুকো, রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র, সলিমুল্লাহ খান প্রমুখের লেখালেখি থেকে।..."
Request Code : ZLIBIO4428523
Categories:
Year:
2019
Edition:
2nd Edition (2019), First Ebook Edition (2020)
Publisher:
আদর্শ, Adarsha
Language:
Bengali
Pages:
520
ISBN 10:
9848040579
ISBN 13:
9789848040577
ISBN:
9848040579,9789848040577

Comments of this book

There are no comments yet.